Latest News :
গ্যালাক্সি এস৭ কতটা পানিরোধী     কম্পিউটারের ভবিষ্যত কী?      সফল হতে স্বপ্ন দেখতে হবে      অঢেল টাকার মালিক ইউটিউবে ভিডিও দিয়ে      স্মার্টফোনটি দূরে রাখুন ৮টি কারণে      ফেসবুকের সফটওয়্যার ছাড়া ভিডিও নামানো     আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ইগনোর করল কে     কাগজের মত ভাঁজ করা যাবে এলজি মনিটর      সাইবার আক্রমণে অফলাইনে এইচএসবিসি     আসছে বহু প্রতীক্ষিত Apple’s iWatch     অ্যাপ ফেসবুক বন্ধু তালিকার আপডেট জানাবে     এখন যেকোন ল্যাপটপ, নোটবুককে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে টাচ স্ক্রিন ডিভাইস      বিক্রি কমছেই পিসির      অপরাধীদের পছন্দ আইফোন     Programming ebook বাংলা এবং ইংলিশ যারা খুজছেন পাচ্ছেন না সাথে সকল প্রকার বাংলা এবুক ফ্রী      এখন ফ্রিলেঞ্ছিং কাজ শিখেও আয় করতে পারেন প্রতিদিন $3-5$      নতুন মেসেজিং অ্যাপ নিয়ে আসছে গুগল
.

গ্যালাক্সি এস৭ কতটা পানিরোধী

কেমন হতে পারে গালাক্সি এস৭-এর পানিরোধক প্রযুক্তি? নতুন এই স্মার্টফোনের এই প্রযুক্তি পরীক্ষা করেছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

এই ডিভাইসটি আইপি৬৮ সনদপ্রাপ্ত, এর মানে হচ্ছে এটি পানিতে ১.৫ মিটার গভীরতায় ৩০ মিনিট পর্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকতে পারবে। এ থেকে বোঝা যায়, এই স্মার্টফোন যে কোনো ডোবায় এমনকি বাসার টয়লেটেও নিজেকে টিকিয়ে রাখতে পারবে। এমনকি এর উপর জল ঢাললেও, এর কিছু হওয়ার কথা না।

২০১৪ এ বের হওয়া স্যামসাং গ্যালাক্সি এস৫-এর পোর্টগুলোতে কোনো ‘বিশ্রী’ ক্যাপ ছিল না। কিন্তু এবার এস৭-এ ‘পানি নিরোধক’ ব্যবস্থা থাকার ফলে, সব ধরনের পোর্ট ভিতর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে।

মোবাইল ফোন ও ডিভাইসবিষয়ক সাইট জিএসএম অ্যারিনা-এর সূত্রমতে, গ্যালাক্সি এস৫ আইপি৬৭ সনদপ্রাপ্ত ছিল। এটি ৩০ মিনিটের জন্য ১ মিটার গভীরের পানিতে থাকতে সক্ষম ছিল।

চারটি ‘বৈজ্ঞানিক পরীক্ষার’ মাধ্যমে মিরর গ্যালাক্সি এস৭-এর ‘পানি নিরোধক’ ব্যবস্থা যাচাই করে। এ নিয়ে মানুষকে বোঝানোর জন্য তারা ভিডিও প্রকাশ করে।

ভিডিওতে দেখা যায়, এতে পুরো এক গ্লাস পানি ঢেলে দেওয়া হয়েছে, জোরে পানির কল ছেড়ে স্মার্টফোনটিকে সেখানে ‘স্নান’ করানো হয়, এরপরও স্মার্টফোনটি ঠিকভাবেই কাজ করতে দেখা যায়।