Latest News :
গ্যালাক্সি এস৭ কতটা পানিরোধী     কম্পিউটারের ভবিষ্যত কী?      সফল হতে স্বপ্ন দেখতে হবে      অঢেল টাকার মালিক ইউটিউবে ভিডিও দিয়ে      স্মার্টফোনটি দূরে রাখুন ৮টি কারণে      ফেসবুকের সফটওয়্যার ছাড়া ভিডিও নামানো     আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ইগনোর করল কে     কাগজের মত ভাঁজ করা যাবে এলজি মনিটর      সাইবার আক্রমণে অফলাইনে এইচএসবিসি     আসছে বহু প্রতীক্ষিত Apple’s iWatch     অ্যাপ ফেসবুক বন্ধু তালিকার আপডেট জানাবে     এখন যেকোন ল্যাপটপ, নোটবুককে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে টাচ স্ক্রিন ডিভাইস      বিক্রি কমছেই পিসির      অপরাধীদের পছন্দ আইফোন     Programming ebook বাংলা এবং ইংলিশ যারা খুজছেন পাচ্ছেন না সাথে সকল প্রকার বাংলা এবুক ফ্রী      এখন ফ্রিলেঞ্ছিং কাজ শিখেও আয় করতে পারেন প্রতিদিন $3-5$      নতুন মেসেজিং অ্যাপ নিয়ে আসছে গুগল
.

অঢেল টাকার মালিক ইউটিউবে ভিডিও দিয়ে

লিলি সিং এখন ইউটিউবে সবচাইতে বড় তারকাদের একজন আর মিলিয়ন ডলারের মালিক। কিন্তু এক দিনে এত নাম করেন নি লিলি সিং। তার যাত্রার শুরুটা ছিলো ২০১০ সালে।
ইউটিউবে ভারতীয়দের নানান বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে ভিডিও পোস্ট করতেন।
কখনো কখনো নিজের মাকে নিয়েও ইয়ার্কি করতেন। নিজের নাম দিয়েছিলেন সুপার উওম্যান।এসব ভিডিও নিজের বাড়িতেই তৈরি করা হতো।
আর সেগুলো তুলে দিতেন ইউটিউবে। তার হিউমার ছিলো বেশ কড়া।শুরুতে ভারতীয় অভিবাসীরা অনেকেই পছন্দ করেছিলেন তার ভিডিও।বেশ ভাল হিটও পাচ্ছিলেন।
কিন্তু হাসির ভিডিও দেখতে ভালবাসেন অনেকে। ফেইসবুকে পোস্ট করা এরকম ভিডিও দেখে মজা পান না এমন লোক বোধ হয় পাওয়া যাবে না।
আর সেভাবেই লিলি সিং হয়ে উঠলেন ইউটিউব সেনসেশন । নিজের তৈরি সিনেমা, নানা স্টারদের সাক্ষাতকার এগুলোও করা শুরু করলেন।
এখন লিলি সিং এর সোশাল মিডিয়া ফলোয়ার এক কোটি বিশ লাখের মতো।
এতটাই নামকরা হয়ে উঠলেন যে তাকে নানা বড় বড় আয়োজনে দাওয়াত দেয়া শুরু করলেন আয়োজকরা। ওঠা বসা শুরু করলেন নামি স্টারদের সাথে।
যেমন ধরুন বলিউড তারকা শাহরুখ খান বা হলিউডের মিলা কুনিস।
ফোর্বস ম্যাগাজিনে গত বছর ইউটিউবে সবচেয়ে বেশি আয় করা তারকাদের একজনের তালিকায় ছিলেন লিলি সিং।
সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপনসহ শুধু গত বছরই তার আয় ছিলো ২৫ লাখ ডলারের মতো।